Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ ডিসেম্বর ২০২৪

টন প্রতি ২ ডলার কমে ডিএপি সার সরবরাহ করবে সৌদি আরব


প্রকাশন তারিখ : 2024-12-24

তারিখ: ২৪ ডিসেম্বর ২০২৪

সৌদি আরবের মালিকানাধীন সার সরবরাহ কোম্পানি মা' এদেন(Ma' aden) টন প্রতি ২ ডলার কমে ডিএপি সার সরবরাহ করবে।
কোম্পানিটির সাথে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের(বিএডিসি)এ সংক্রান্ত একটি চুক্তি ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে সৌদি আরবের রিয়াদে মা'দেন কোম্পানীর প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়।

সৌদি আরবের মালিকানাধীন কোম্পানির প্রতিনিধি ও বিএডিসির চেয়ারম্যান (গ্রেড-১) মো: রুহুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এ সময় উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী সৌদি আরবের মালিকানাধীন কোম্পানিটি বিএডিসির অনুকূলে বছরে ৪,০০,০০০ (চার লক্ষ)  মে. টন ডিএপি সার সরবরাহ করবে।
চুক্তির মেয়াদকাল দুই বছর (৩১ ডিসেম্বর ২০২৪ থেকে ০১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।)
এ সময় কোম্পানিটি সারের কার্যকর ব্যবহারে বাংলাদেশের কৃষকদের সরাসরি প্রশিক্ষন প্রদান ও দেশে তাদের অর্থায়নে একটি গুদাম তৈরি করে দেয়ার আগ্রহের কথা জানান।
উল্লেখ্য, সৌদি আরব থেকে পূর্বে আন্তর্জাতিক দরের চেয়ে ০৪ ডলার কমে আমদানির চুক্তি ছিল, বর্তমান চুক্তিতে  এ মূল্য টন প্রতি ৬ ডলার কম। এতে ডিএপি সার আমদানিতে  মোট ২৮ কোটি ৮০ লাখ টাকা সাশ্রয় হবে।